Register

Win 10.00$

পবিত্র বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ যে পাহাড়ের পাথর দিয়ে নির্মিত

Be the first to comment!

ইসলাম ধর্মের অনুসারী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য তো বটেই, বিশ্বের অন্যতম পবিত্র স্থান সৌদি আরবের হিজাজ অঞ্চলের উপত্যকা অঞ্চল মক্কা। পবিত্র কাবার চতুর্দিকে হাজারো মানুষ ২৪ ঘণ্টাই ঘোরাফেরা করেন। সারা বিশ্বের কয়েক কোটি বাড়িঘরে পবিত্র কাবা শরীফের ছবি সাজানো থাকে এবং প্রতিদিন পাঁচবারের বেশি এই কাবা শরীফের দিকে ফিরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করেন কয়েকশ’ কোটি মানুষ। মক্কার কেন্দ্রস্থল কাবা শরীফ। ঘনক আকৃতির এই স্থাপনাটিটি মানবজাতির ইতিহাসে সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি। কালো পর্দা ছাড়াও অসংখ্য প্রশ্ন, কৌতুহল ও রহস্যে আবৃত এই কাবা শরীফ।
সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, নিরাপদ ও শান্তির সম্মিলনস্থল বাইতুল্লাহ নির্মাণ করে হজরত ইবরাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম। কোনো কোনো বর্ণনায় এসেছে, একটি মেঘখণ্ড বাইতুল্লাহ`র স্থানে ছায়া ফেলে; হজরত ইবরাহিম আলাইহিস সালাম সে ছায়ার পরিমাপ মোতাবেক কা`বা নির্মাণ করেন। এ কা`বা নির্মাণে হজরত ইবরাহিম আলাইহিস সালাম কোন কোন পাহাড়ের পাথর ব্যবহার করেছেন, তার একটি বর্ণনা তুলে হলো-
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, ‌হজরত ইবরাহিম আলাইহিস সালাম পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন-
১. তুরে সাইনা; যে পাহাড়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন।
২. তুরে যীতা;
৩. লুবনান (সিরিয়ার একটি পাহাড়);
৪. জুদী (এটি আরব উপদ্বীপের একটি পাহাড়) এবং
৫. হিরা পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করেন। হিরা মক্কার একটি পাহাড়।
আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ পাঁচটি পাহাড়ের পাথর দিয়েই মুসলিম জাতির সম্মিলনকেন্দ্র তথা মুসলিম উম্মাহর কিবলা তৈরি করান। আল্লাহ তাআলা সবাইকে এ ঘর যিয়ারাতের তাওফিক দান করুন। আমিন।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

ads

Contact Form

Name

Email *

Message *

ads

Win 10.00$