Register

Win 10.00$

কিয়ামতের মাঠে ৩টি স্থানে মহানবী (সা.)-এর দেখা পাওয়া যাবে ।

Be the first to comment!

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কিয়ামতের মাঠে ৩টি স্থানে অবস্থান করবেন বলে হাদিস শরীফে উল্লেখ আছে। এই তিনটি স্থানের যেকোন এক জায়গায় মহনবী (সা.) কে অবশ্যই পাওয়া যাবে। তাই চলুন জেনে নিই, মহানবী (সা.) কোন তিনটি স্থানে অবস্থান করবেন।
কিয়মতের মাঠে রাসূল (সা.) এর অবস্থান সম্পর্কে হযরত আনাস (রা.) বলেন, আমি নবীজী (সা.) কাছে কিয়ামতের দিন আমার নিজের জন্য সুপারিশের আবেদন জানালাম।
নবীজী (সা.) বললেন,(হ্যাঁ)আমি তোমার জন্য সুপারিশ করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি (সেদিন) আপনাকে কোথায় খুঁজব। নবীজী বললেন, প্রথমে (পুল)সিরাতের কাছে খুঁজবে। বললাম,সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয়, তাহলে কোথায় খুঁজব? তিনি বললেন,তাহলে আমাকে মীযানের কাছে খুঁজবে।
আমি বললাম, সেখানেও যদি আপনাকে না পাই? নবীজী (সা.) বললেন, তাহলে হাউজের (হাউজে কাউসার) কাছে খুঁজবে। কারণ আমি সেদিন এই তিন স্থানের কোনো না কোনো স্থানে থাকবই।{জামে তিরমিযী,হাদীস : ২৪৩৩;মুসনাদে আহমাদ,হাদীস : ১২৮২৫}

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

ads

Contact Form

Name

Email *

Message *

ads

Win 10.00$