ধরুন, আপনি সুদী ব্যাংকে চাকরি করেন। মাস গেলে বেতন নিশ্চিত। আপনি অনেক দিন ধরেই বোঝেন সুদ হারাম, সুদের হিসাবকারী আল্লাহর লানতপ্রাপ্ত–তাও আপনি চাকরিটা ছাড়তে পারছেন না।
আপনি একোনমিক্স বোঝেন। আপনি জানেন সুদের প্রভাবে গরীব মানুষ গরীব হতে থাকে। আজ থেকে ২৫ বছর আগে রাস্তায় এত উদ্বাস্তু দেখা যেত না। এত লোক ফুটপাথে পলিথিনের ঘর বানিয়ে থাকত না।
সুদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব এই বৈষম্যের জন্য দায়ী। এই গরিবীর জন্য দায়ী।
আপনি রাতে ঘুমাতে পারছেন না। আপনার মেজাজ খিটমিট হয়ে থাকে। অসহ্য লাগে সবকিছু।
আপনি হয়ত নামাযে নিয়মিত বলছেন, আল্লাহ সুদী প্রতিষ্ঠান থেকে বের হওয়ার তাওফিক দেন।
কিন্তু কাজ হচ্ছে না।
আপনার চিন্তা–মাস গেলে বাড়ি ভাড়া দেব কীভাবে?
আপনি একটা কাজ করুন, চাকরিটা ছেড়ে দেন।
যে আল্লাহ বিল গেটসকে ট্রিলিয়ন ডলার দিতে পারেন তাকে ডেকে আকুল গলায় বলেন, আল্লাহ বাড়িওয়ালার কাছে বেইজ্জত কোরেন না। না খেয়ে না হয় থাকলাম, কিন্তু ছেলের শিক্ষকের বেতনটা যেন দিতে পারি।
আপনি একটা চাপে থাকবেন–প্রচন্ড চাপ। এই চাপে হয় আপনি চাকরি খুঁজে নেবেন নয়ত নতুন কাজ শিখে ফেলবেন। নয়ত দেখা যাবে আপনি অনেক বছর ধরে ব্যবসা করতে চেয়েছিলেন–সেটা শুরু হয়ে গেছে।
বান্দা এক এগিয়ে এলে আল্লাহ দুই পা এগিয়ে যাবেন–এটা আল্লাহর ওয়াদা।
আপনি প্রথম পা-টা ফেলে দেখেন। আকুল কন্ঠে ডেকে দেখেন। সেই আকুলতা যা শোনার জন্য আল্লাহ অপেক্ষা করছেন।
কে তাকে ডাকে? তিনি তাকে দেবেন। তিনি দেবেন বলেই তিনি মালিক। তিনিই দেয়ার ক্ষমতা রাখেন। একমাত্র তিনিই দেন।
তিনি আল্লাহ! সারা পৃথিবী, আকাশ আর মাটির সব পশু-পাখীকে তিনিই প্রতিপালন করেন।
আল্লাহর কসম, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে ফেলে দেন না। না খাইয়ে রাখেন না। অসম্মান করেন না।
– শরীফ আবু হায়াত অপু
Post a Comment