Register

Win 10.00$

আজানের বিধান চালু হলো যেভাবে!

Be the first to comment!

রাসুল [সা.] মদিনায় আগমনের পরে মদিনার বুকে পুরোপুরি শান্তি ও নিরাপত্তা লাভ করলেন এবং ইসলাম সুদৃঢ় রূপ লাভ করলো।

ততদিন পর্যন্ত নামাজের জন্য মুসলমানদেরকে ডাকার সেই সব পন্থাই অবলম্বন করা হচ্ছিলো, যা ইহুদি ও খ্রিষ্টানদের ভেতর প্রচলিত ছিলো। যেমন- ঘন্টা বাজানো, শিঙ্গায় ফুঁ দেয়া, আগুনের মশাল জ্বালানো ইত্যাদি। কিন্তু রাসুল [সা.] এইসব রীতিনীতি অপছন্দ করলেন। এরপর মুসলমানরা কোনো রকম পূর্ব ঘোষণা ও ডাকাডাকি ছাড়াই নামাজের ওয়াক্তে আপনাআপনিই মসজিদে হাজির হয়ে যেতেন।

এমনি মুহূর্তে আল্লাহ পাক আজান দ্বারা মুসলমানদেরকে ধন্য ও গৌরবান্বিত করেন এবং স্বপ্নের মাধ্যমে কোনো কোনো সাহাবিকে এর বাস্তব রূপ ও দৃশ্যও দেখানো হয়। এরপর রাসুল [সা.] এই আজানকেই নির্ধারিত করেন এবং ইসলামী আহ্বান হিসাবে এর প্রচলন ঘটানো হয়।

এরপর আজান দানের এই মহান খেদমত হজরত বেলাল ইবনে রাবাহ হাবশীকে [রা.] সোপর্দ করা হয়। তিনি রাসুলের মুয়াজ্জিন উপাধিতে ভূষিত এবং কেয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবেন তাদের ইমাম হওয়ার অনন্য গৌরব লাভ করেন। (নবীয়ে রহমত)

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

ads

Contact Form

Name

Email *

Message *

ads

Win 10.00$