Register

Win 10.00$

দেশের সব জেলা, সিটি কর্পোরেশন ও উপজেলায় একই মডেলের আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার

Be the first to comment!

দেশের সব জেলা, সিটি কর্পোরেশন ও উপজেলায় একই মডেলের আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ প্রকল্পে সব মিলিয়ে ৫৬০টি মডেলমসজিদ নির্মিত হবে।জানা গেছে, মসজিদগুলোর মধ্যে দেশের ৬৪টি জেলায় ও উপকূলীয় এলাকায় ১৬টি চারতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হবে। অবশিষ্ট মসজিদগুলো হবে তিনতলা বিশিষ্ট। এসব মসজিদে প্রতিদিন চার লাখ ৪০ হাজার ৪৪০ জন পুরুষ ও ৩১ হাজার ৪০০ জন নারীর নামাজের ব্যবস্থা থাকবে।ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, এসব মসজিদ নির্মাণে মোট প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৬২ কোটি টাকা।
.
এর মধ্যে ৮ হাজার ৯২৬ কোটি টাকা থাকবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর অনুদান।বাংলা নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, নির্মিত মসজিদগুলো হবে তিন ক্যাটাগরিতে। এ-ক্যাটাগরিতে ৬৮টি চারতলা বিশিষ্ট মডেল মজজিদে থাকবে লিফট।এগুলো নির্মাণ হবে ৬৪টি জেলা শহরে এবং চারটি সিটি কর্পোরেশন এলাকায়। এগুলোর আয়তন হবে দুই লাখ৮১ হাজার ৫৮৪ বর্গমিটার। এক লাখ ৬৪ হাজার ৭৪২ বর্গমিটার আয়তনের বি-ক্যাটারির মসজিদ হবে ৪৭৬টি। আর ৬১ হাজার ২৫ বর্গমিটার আয়তনেরসি ক্যাটাগরির মসজিদ হবে ১৬টি।
.
সংগ্রহীত পোষ্ট

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

ads

Contact Form

Name

Email *

Message *

ads

Win 10.00$