Register

Win 10.00$

প্রেম নিয়ে যা বললেন ডা. জাকির নায়েক ।

Be the first to comment!

বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্নোত্তর পর্বে জবাব দিয়ে থাকেন পিসটিভির ডা. জাকির নায়েক। এবার এক নারী তাকে প্রশ্ন করেন, ‘ধরুন, কোনো মেয়ে শুরুতে হিজাব পরত না। ছেলেদের সঙ্গে অবাধে মেলামেশা করত। পরে একে অপরের প্রেমে পড়ে গেল। এক সময় ওই মেয়েটি হিজাব পরা শুরু করল। সে বুঝতে পারল যে, এটি (প্রেম করা) ঠিক না। আপনি তাকে কী উপদেশ দেবেন?’
জবাবে ডা. জাকির নায়েক বলেন,
প্রথমে দেখতে হবে কতটা প্রেমে পড়েছে। তাদের প্রেম কতটা গভীরতায় পৌঁছেছে। সবকিছু জেনে তাকে উপদেশ দেব। যদি অল্প মুগ্ধতা হয়, বাইরে একটু-আধটু ঘুরাফেরা বা কথা বলেছে মাত্র- তাহলে তাকে বুঝানো সহজ হবে। তবে তাদের সম্পর্কটা যদি গভীরে পৌঁছে যায় তখন কিন্তু বিষয়টি ভিন্ন।
পবিত্র আল কোরআনে বলা হয়েছে- ‘ব্যাভিচারী ছেলের জন্য ব্যাভিচারী মেয়ে আর ব্যাভিচারী মেয়ের জন্য ব্যাভিচারী ছেলে রয়েছে’। সে হিসেবে তাদের প্রেম গভীরতায় পৌঁছার পর তারা যদি ভুল বুঝতে পারে এবং কোরআন-সুন্নাহ মোতাবেক চলার অঙ্গীকার করে তাহলে বলব, ‘তোমরা বিয়ে করে ফেল।’
কারণ তারা দুজনই গুনাহ করেছে। এখন অনুতপ্ত হয়ে ফিরে এসেছে। তারা বিয়ে করে নিলে কোরআনের আয়াত অনুযায়ী কাজ হবে। আর গভীরতা তৈরি না হলে বলব, ‘এ থেকে দূরে থাক। ধর্মের প্রতি মনযোগী হও। বেশি বেশি কোরআন পড়, বিভিন্ন ইসলামী লেকচার শুনে তা আমল কর।’

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

ads

Contact Form

Name

Email *

Message *

ads

Win 10.00$