রমজান মাস জুড়ে সারা বিশ্বব্যাপী সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষ তারাবীহ নামাজ আদায় করে। নামাজ আদায় করার নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে। যা সকলে পালন করার চেষ্টা করে।
প্রতিদিন রাতে মূলত ২০ রাকাত তারাবীহ নামাজ পড়া হয়। খতম তারাবী পড়া হয় বলে এই ২০ রাকাত নামাজ পড়তে অন্তত ১ ঘণ্টা সময়ের প্রয়োজন হয় কিন্তু ইন্দোনেশিয়ার এক মসজিদে তারাবীহ নামাজ মাত্র ৭ মিনিটে শেষ করা হয়!
২০ রাকাত তারাবীহ ও ৩ রাকাত বেতের নামাজ পড়তে ঐ মসজিদে মাত্র ৪ মিনিট ১৮ সেকেন্ড সময় লাগে। সেই নামাজের ভিডিও এখন অনলাইনে ভাইরাল। তারা এতো দ্রুত গতিতে নামাজ পরে যে রুকু আর সিজদাহ কখন হচ্ছে তা বুঝা যাচ্ছে না। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী এই নামাজের নিয়ম সঠিক নয়। এই নামাজ বড়ই অদ্ভুত নিয়মে আদায় করা হচ্ছে।
বিভিন্ন মিডিয়ায় এই খবর প্রকাশ করে। মূলত ইন্দোনেশিয়ার মেট্রো টিভিতে সর্বপ্রথম এই নামাজের ভিডিও আপলোড করা হয়।
Post a Comment