হজরত আবু যার জুনদুব ইবন জুনাদা (রা.) বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল (সা.) কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ও তার পথে জিহাদ করা।’ আমি বললাম, ‘কোন গোলাম (কৃতদাস) স্বাধীন করা সর্বোত্তম?’ তিনি বললেন, ‘যে তার মালিকের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ও অধিক মূল্যবান।’
আমি বললাম, ‘যদি আমি এসব (কাজ) করতে না পারি?’ তিনি বললেন, ‘তুমি কোন কারিগরের সহযোগিতা করবে অথবা অকর্মণ্যের কাজ করে দেবে।’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল (সা.)! আপনি বলুন, যদি আমি (এর) কিছু কাজে অক্ষম হই (তাহলে কি করব)?’ তিনি বললেন, ‘তুমি মানুষের উপর থেকে তোমার মন্দকে নিবৃত্ত কর। তাহলে তা হবে তোমার পক্ষ থেকে তোমার নিজের জন্য সদকাস্বরূপ।’ [বুখারি ও মুসলিম]
Post a Comment