পবিত্র রমজান ১৪৩৮ হিজরি মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে থেকে রোজা শুরু হতে পারে। সেদিন থেকে সেহরি ও ইফতার শুরু হবে ধরে নিয়ে এর সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ তালিকা ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য।
ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে। সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে।
Post a Comment